শনিবার, ৩০ মে, ২০২০

অবশেষে চলে এলো হুলুস্থুল (অ)সুখের নিদানকাল সংখ্যা!

কথা ছিলো ঈদের আগেই আসবে নিদানকাল সংখ্যা। কিন্তু ঈদের আগমুহুর্তে নতুন কিছু লেখা আসায় আমরা সিদ্ধান্ত নিই একটু দেরি হলেও ঈদের পরেই প্রকাশ করা হবে হুলুস্থুল (অ)সুখ ম্যাগাজিনের নতুন এই সংখ্যা। যারা আগেই লেখা পাঠিয়েছেন তাঁরা অনেকেই নক দিয়ে দিয়ে জানতে চেয়েছেন কবে আসছে কাঙ্ক্ষিত ম্যাগাজিন। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো

রবিবার, ৩ মে, ২০২০

খরগোশের লোম - ফারদিন শাহরিয়ার

যাবো দূরে কোথাও,
বিলীন হবো।
ঈশ্বররে দেখবো.......
দেখবো তার মহিমা।
দেখবো তার অস্তিত্ব।
মনের সব তথাকথিত দুঃখ ভুলবো।  তখন আমি আর আমি তে থাকবো না।  ভালো-মন্দ

কে সেই জনা, নাম যার খনা? - সাইমুম ইফতেখার


“সুরুজ, অই সুরুজ! উইঠা পড় বাজান।  বিয়ান হইসে।” সকাল সকাল নিজের ছেলেকে ঘুম থেকে উঠার তাগাদা দেন গফুর মিয়া।
“উঠতাসি বাজান।  প্রইত্যেকদিন এতো বিয়ানে তুইলা দেও ক্যান বাজান? আর কতক্ষণ ঘুমাইতে পারতাম।” ঘুমজড়ানো কন্ঠে বলে গফুর মিয়ার কিশোর ছেলে সুরুজ।

“বিয়ানে উডন ভালারে বাজান।  সকালে শোয় সকালে উঠে, তার কড়ি না বৈদ্যে লোটে।  বুঝলি বাজান?

মোহাম্মদ বোরহান উদ্দীন মুন্নার একলগে তিনখানা কবিতা



".....অই দিকে তো অন্ধকার, শালিকেরা ঝাপ্টায় পাখা।
কনডমে ঢাকা যৌনাঙ্গে কলাপসিবল গেটের তালা,
হাঁসফাঁস লাগে,
আটকে আছি, আমি আটকে আছি...."

হাসবি’র সাইকেডেলিক কবিতা


ফাগুনের আগুনভরা রাতে বসিয়া বসিয়া ঝিমাই 

তারারাও মিটিমিটি জ্বলে
একটা তারা খসিয়া পড়ে 
সিগারেটের ডগাই দিই এক সুখের দীর্ঘটান....। 
উড়ে যাই এ সময় থেকে অন্য সময়ে 

স্বপ্ন মৃত্যু ভালোবাসা - আকবর হোসেন রবিন


কিছুক্ষণ আগে আমার জন্ম হয়েছে।  জন্মের পর প্রথম যে শব্দ গুলো কানের পর্দাকে কম্পিত করেছে,  তা আমার মায়ের কন্ঠ থেকে আসা। তটস্থ কন্ঠ।  পাশের বাসার অনামিকা গলায় ফাঁস দিয়েছে।  তাদের বাসার সামনে ভোর থেকে ভিড় লেগে আছে।  এলাকার ছোটোবড়ো সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে।  পুলিশকে খবর দেওয়া হয়েছে।  হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে।  বাহিরে এতকিছু হয়ে গেল, অথচ আমার হুঁশ নেই।

সভ্যতার পিছটান - ফারদিন শাহরিয়ার


হে সভ্যতা!

হে মানবসভ্যতা!

কি দেখছো?
কি ভাবছো?

দেখছো কি আমাদের?
যারা সমুদ্রপৃষ্ঠ হতে উঁচু শৃঙ্গতে? 
নাকি ভাবছো

দ হ সাঈদী’র দু’খানা কবিতা

অধঃপতন, কার?


সে দিন দেখা হল এক গণিকার সাথে
শুনছিলাম তার হৃদয় ভাঙ্গার কথা,
দেখছিলাম তার চোখের হাজার ব্যাথা।

কিছুক্ষণ পর, রাস্তার ওপারে হুজুরের সাথে আমার মুসাফা,
প্রথমেই তিনি বললেন আমায়, এ কি হল সাঈদ তোমার.....?

হরিণ নাকি মগজচোদা মানুষ নাকি স্রেফ নান্দনিক বস্তু...? - মোহাম্মদ বোরহান উদ্দীন মুন্না

পৃথিবীতে আপাতত কোনো বিপ্লবের সম্ভাবনা নাই, এটা চিন্তা করে, আমি একটা প্রেম করতেই পারি.... মানুষ ভালো আছে দেখছি.... সুতরাং আমিও ভালো থাকার জন্য কারো কাছে সঁপে দিয়ে,  একটা দুর্দান্ত শীত কাটাতেই পারি.... এখন যেহেতু মানুষ ভালো আছে, তাই এখন প্রেমিকা হিসেবে প্রত্যেকটা নারীই দুর্দান্ত হবে.... কেননা এখন আর বিপ্লবের সম্ভাবনা নাই,  কোনো রক্তপাতের সম্ভাবনা নাই... কোনো কিছুর অভাব নাই..... ক্ষুধা, দারিদ্র্য,

শনিবার, ২ মে, ২০২০

রাজনৈতিক অবস্থা এখন উলঙ্গ - শুভ্র দেব দাস


আস্ত সরকারকেই চিবিয়ে খাব,
দেশদ্রোহীদের মতামত তুলনামূলক,
সবার পেটে তা দিয়ে যাচ্ছে আস্ত একটা টাকার ব্যাংক।
পেটে পেটে অশ্বডিম্ব!
ফুটলেই নিউক্লিয়ার এটাক,
এ তো কোনো শিউলী ফুল নয় যে ফুটলেই অগণিত সৌরভ!

হুলুস্থুল অসুখ - শুভ্র দেব দাস



হুলুস্থুল অসুখে পড়েছি, চিরুনিতে সিঁথি কাটতে ভুলে গেছি,
হুলুস্থুল অসুখে পড়েছি, বিরাট স্টেইজে মাতাল রকস্টার হতে ভুলে গেছি,
হুলুস্থুল অসুখে পড়েছি, সার্কাসপ্রেমী মানুষের অষ্টরম্ভা মুখ দেখে বিরক্তি লাগে এখন,
হুলুস্থুল অসুখে পড়েছি, মিলিটারির বুটের আওয়াজ শুনে প্রশস্ত বুকে তাকাই এখন
ধার চাই আমার এখন, অদ্ভুত বিশাল সব ধার!
হাসপাতালের রুগ্ন বেড ধার চাই,
পাগলীর নোংরা জামা কাপড় ধার চাই,

অবশেষে চলে এলো হুলুস্থুল (অ)সুখের নিদানকাল সংখ্যা!

কথা ছিলো ঈদের আগেই আসবে নিদানকাল সংখ্যা। কিন্তু ঈদের আগমুহুর্তে নতুন কিছু লেখা আসায় আমরা সিদ্ধান্ত নিই একটু দেরি হলেও ঈদের পরেই প্রকাশ করা হ...