পৃথিবীতে আপাতত কোনো বিপ্লবের সম্ভাবনা নাই, এটা চিন্তা করে, আমি একটা প্রেম করতেই পারি.... মানুষ ভালো আছে দেখছি.... সুতরাং আমিও ভালো থাকার জন্য কারো কাছে সঁপে দিয়ে, একটা দুর্দান্ত শীত কাটাতেই পারি.... এখন যেহেতু মানুষ ভালো আছে, তাই এখন প্রেমিকা হিসেবে প্রত্যেকটা নারীই দুর্দান্ত হবে.... কেননা এখন আর বিপ্লবের সম্ভাবনা নাই, কোনো রক্তপাতের সম্ভাবনা নাই... কোনো কিছুর অভাব নাই..... ক্ষুধা, দারিদ্র্য,
টাকা পয়সা, ক্যারিয়ার, সন্ত্রাস, রাজনীতি, শিক্ষা ইত্যাদি জিনিশ যেহেতু এখন ভিত্তিহীন হয়ে পড়ছে, সেহেতু মানুষ এখন দারুণ অনুভূতিশীল এবং তারা অনুভূতিকেই লালন-পালন করে.... এখনিই আমার প্রেম করার উপযুক্ত সময়.....
কিন্তু, আমি প্রেমিকাকে কি বলবো.....? পৃথিবীতে তো নতুন কিসু ঘটছে না যা আমার বিপ্লবী মানসিকতাতে অনুরণন ঘটাবে এবং তা আমি প্রেমিকাকে বলতে পারবো.... কিন্তু কই..! কিসুই তো আমারে স্পর্শ করছে না.... প্রেমিকাকে আমি কিইবা বলবো....? আমি তাকে না বলতে পারছি একটা ভিক্ষুকের গল্প, ধর্ষিতার গল্প, এতিমের গল্প কিংবা ড্রোনের গল্প.... আমি বলতে পারছি না একটা রোমাঞ্চকর গেরিলা হামলার গল্প, বলতে পারছি না হতাশার গল্প....
ও 'হতাশা'...! সর্বশেষ কবে দেখছি তারে...? মনে নাই.... ও-মাই-গড..! হতাশার সাথে সাথে আশাও নাই.... আশার গল্পই যদি বলতে না পারি তাহলে আমার প্রেমিকাকে আমি কিসের গল্প শোনাবো.....?
শীত তো সামনেই....। অথচ দুর্দান্ত একটা শীত কাটানোর জন্য প্রেমিকা আবশ্যক.... কিন্তু যে ক্রাইসিস থেকে প্রেমের, বন্ধনের ধারণা জন্মাইছে, সে ক্রাইসিস পৃথিবীর মিটে গ্যাছে.... তাইলে আমি কিইবা করবো....! আমি না হয় বিপ্লবী বলে এতদিন বন্ধনহীন ছিলাম, কিন্ত তখন পৃথিবীর মানুষ গুলো প্রেম, বন্ধন ইত্যাদিতে নিজেদেরকে ব্যস্ত ও একঘেয়ে করে রাখছিলো...... এখন পৃথিবী তে বিপ্লব সম্পন্ন হয়ে গ্যাছে, মানুষ বন্ধনহীন জীবন উপভোগ করতেছে কিন্তু আমি একজন ক্ষুধার্ত মানুষ.... যার স্যাঁতস্যাঁতে প্রেমে, মেকি আনন্দে, মেকি কথায়, অতিরঞ্জিত ভালোবাসায় নিজেকে আবদ্ধ করতে প্রচন্ড খায়েশ হচ্ছে.... কিন্তু এই বিপ্লব সম্পন্ন স্থির পৃথিবীতে আমার এই চাহিদা গুলির যোগান কই পাবো....?
তাহলে...? তাহলে, আমার গন্তব্য কই...? শীত আসি যাচ্ছে.....পাতারা শুকিয়ে যাচ্ছে.... হিম পড়া শুরু করছে.... মানুষ মুক্তির আনন্দে উৎফুল্ল.... অথচ আমি ক্লান্ত বিপ্লবী...। স্রেফ ঘেঁটে যাচ্ছি..... বিপ্লব পূর্বের মানবিক কর্মকান্ডের জন্য আমার ক্ষুধার্ত মন ও মগজ ধীরে ধীরে চুদে যাচ্ছে.... মগজচোদা হয়ে আমিই কিইবা করবো.....? মগজচোদা হয়ে কি আমি মানুষ থাকবো নাকি...নাকি...অন্যকিসু....? হ্যা! বিপ্লব পরবর্তীতে মানুষকে আর পশুর সাথে তুলনা করা হয় না, যেভাবে বিপ্লব-পূর্বে হরিণ কে পশু হিসেবে বলতে, মানুষের নন্দন-বোধে আঘাত পড়তো.... এখন সংকটহীন পৃথিবীতে, আমার এই সংকট কে বুঝবে....? তাহলে কি আমি মানুষ টা, বিপ্লব-পরবর্তী হরিণ সম্প্রদায়ে পরিণত হবো...? মানুষের নন্দনের খোরাক হবো.....?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অবশেষে চলে এলো হুলুস্থুল (অ)সুখের নিদানকাল সংখ্যা!
কথা ছিলো ঈদের আগেই আসবে নিদানকাল সংখ্যা। কিন্তু ঈদের আগমুহুর্তে নতুন কিছু লেখা আসায় আমরা সিদ্ধান্ত নিই একটু দেরি হলেও ঈদের পরেই প্রকাশ করা হ...

-
“সুরুজ, অই সুরুজ! উইঠা পড় বাজান। বিয়ান হইসে।” সকাল সকাল নিজের ছেলেকে ঘুম থেকে উঠার তাগাদা দেন গফুর মিয়া। “উঠতাসি বাজান। প্রইত্যেকদিন ...
-
কথা ছিলো ঈদের আগেই আসবে নিদানকাল সংখ্যা। কিন্তু ঈদের আগমুহুর্তে নতুন কিছু লেখা আসায় আমরা সিদ্ধান্ত নিই একটু দেরি হলেও ঈদের পরেই প্রকাশ করা হ...
-
যাবো দূরে কোথাও, বিলীন হবো। ঈশ্বররে দেখবো....... দেখবো তার মহিমা। দেখবো তার অস্তিত্ব। মনের সব তথাকথিত দুঃখ ভুলবো। তখন আমি আর আমি তে থা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন