শনিবার, ২ মে, ২০২০

রাজনৈতিক অবস্থা এখন উলঙ্গ - শুভ্র দেব দাস


আস্ত সরকারকেই চিবিয়ে খাব,
দেশদ্রোহীদের মতামত তুলনামূলক,
সবার পেটে তা দিয়ে যাচ্ছে আস্ত একটা টাকার ব্যাংক।
পেটে পেটে অশ্বডিম্ব!
ফুটলেই নিউক্লিয়ার এটাক,
এ তো কোনো শিউলী ফুল নয় যে ফুটলেই অগণিত সৌরভ!

প্রভাবকের মত দুএকটা রাজনীতি শহরে ঢুকে।
আমাদের জীবন যেখানে দুটাকার ছিলো
ওরা বলছে আজ থেকে সেটা দুশো টাকার।
কিন্তু গ্যারান্টি ওরা দিচ্ছে না যেমনটা দিতো আমার নীলু ওরফে নীলাক্ষী!
আমাকে কলার জাপ্টে ধরে রাখত।
নীলুরে, তুমি এক ফালি আধকাটা চাঁদ
তোমাকে ছেড়ে যাবো না বলেও কতবার ছেড়ে গিয়েছি
তবে আবর্তন দেখতে দেখতে আবার ফিরে এসেছি!
ওদের মুখ ইসরাইলের মত সুবাক্যময়,
পৃথিবীর সব নীতি ঘোষনা করে দেয় কিন্তু নিজেদেরি বুকে একটা পারমানবিক চুল্লি।
জ্বালায়, পোড়ায়, যেনো মানুষ শীতের অত্যাচারিত সব বৃক্ষ!
যেমনটা সব পাতা ঋত্ত্বিকদের দখলে।
আমার ক্ষুধা চাই, ছিয়াত্তরের দুর্ভিক্ষে মারা গেছে আমার নীলু।
ও চেয়েছিলো ভরাপেট কিন্তু আমি এখন চাই ক্ষুধা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অবশেষে চলে এলো হুলুস্থুল (অ)সুখের নিদানকাল সংখ্যা!

কথা ছিলো ঈদের আগেই আসবে নিদানকাল সংখ্যা। কিন্তু ঈদের আগমুহুর্তে নতুন কিছু লেখা আসায় আমরা সিদ্ধান্ত নিই একটু দেরি হলেও ঈদের পরেই প্রকাশ করা হ...