ফাগুনের আগুনভরা রাতে বসিয়া বসিয়া ঝিমাই
তারারাও মিটিমিটি জ্বলে
একটা তারা খসিয়া পড়ে
সিগারেটের ডগাই দিই এক সুখের দীর্ঘটান....।
উড়ে যাই এ সময় থেকে অন্য সময়ে
নির্বাসিত হই অতীতে
অসীম দূরত্বে পলকহীন চাহনি
ভবিষ্যতের অসম্ভাব্যতায় শুনি মৃত কবিদের আস্ফালন, সময় যখন মৃত....
মিশ্র অনুভূতি.. কবি হাসবি, সুযোগ পেলে একবার দেখা করতে চাই। আলাপ আছে।
উত্তরমুছুন